ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

আল-আকসায় ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার নিন্দা

পবিত্র আল-আকসা মসজিদে গত শুক্রবার ইসরায়েলের দখলদার বাহিনীর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, এমন অমানবিক কর্মকাণ্ড কখনই মেনে নেওয়া হবে না। বিশেষ করে শুক্রবার যখন মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করছিলেন।


শনিবার (১৬ এপ্রিল) বিবৃতির মাধ্যমে তিনি বলেন, ইসরায়েলি সৈন্যরা এবার নারীদেরও টার্গেট করেছে। এমনকি সেখানে চিকিৎসা কর্মী ও সাংবাদিকসহ নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালানো হয়। এটি সম্পূর্ণভাবে একটি অগ্রহণযোগ্য বর্বরতা।


সাইফুদ্দিন উল্লেখ করেছেন, ফিলিস্তিনিদের মঙ্গল বজায় রাখার জন্য মালয়েশিয়ার সমর্থন অতীতের মতো আগামীতেও অব্যাহত থাকবে।


এর আগে শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি সৈন্যরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৫৩ ফিলিস্তিনি আহত হন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ads

Our Facebook Page